মোহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ৩৬ তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা এবং আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ, শুক্রবার বাদে মাগরিব ফটিকছড়ি হারুয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে সংগঠনের সভাপতি ব্যাংকার মোঃ আজমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ রফিক এবং পূবালী ব্যাংক মানিকছড়ি উপশাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন।
কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জনাব সৈয়দ মো: গোফরান উদ্দীন ফরহাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যোতি ফোরামের সভাপতি জনাব জয়নুল আবেদিন তাওরাত। পরবর্তীতে অতিথিগন আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবজাতির মুক্তির লক্ষ্যে রাসূলে পাক (দঃ) কিতাবুল্লাহ ও আহলে বায়াত রেখে যাওয়ার যে পবিত্রতম ঘোষণা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন মূলত এই ঘোষণার মধ্যে আহলে বায়াতের প্রতি মোয়াদ্দত প্রকাশের অন্যতম নির্দেশনা নিহিত আছে। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এবং বিশ্বঅলির ওরশ শরীফ এই মহান দিবসগুলো মহব্বত ও মোয়াদ্দত প্রকাশের অন্যতম দিন। বিশ্ববাসীর জন্যে নিয়ামতের শোকর আদায়ের উপযুক্ত মাধ্যম এই দিনগুলো।” রাহমতুল্লিল আলামিনের নীতি, আদর্শ ও রহস্যের ধারক বাহক গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার পবিত্র রক্ত, আদর্শ ও বেলায়তের উত্তরাধিকার রাহবারে আলম মওলা হুজুর হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) কেবলা কাবার আনুগত্যের মাধ্যমে সকলের প্রতি ঈমানি মোয়াদ্দত জাগ্রত করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আউলিয়া কেরামের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনারও তীব্র নিন্দা জানান।
সভায় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গসহ আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল ও মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
সবশেষে সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগরের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।