রাজবাড়ী প্রতিনিধি ॥
বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ওরফে জয় মিজি (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজির ছেলে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াই টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগনের উপর দেশীয় অস্ত্র দিয়ে গত ৫ আগস্ট দুপুর সোয়া ১টার সময় গ্রেপ্তারকৃত জয় মিজি সহ অন্যান্যরা ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আক্রমন করে। তাদের উপর বোমা নিক্ষেপ করা সহ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে। তাদের মারপিটে এবং ছোড়া গুলিতে সহ বোমা বিস্ফোরণে আন্দোলনে থাকা রেজাউল করিম ও রাহেলা বেগম গুলিবিদ্ধ হয় এবং আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে গত ২ অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার ব্র্যাকপাড়া খানখানাপুরের মোঃ ইদ্রিস ফকিরের ছেলে মোঃ শাহিন ফকির বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।