1. admin@dailylikonisongbad.com : admin :
  2. shakshakil4@gmail.com : Rana : Rana Ahmed
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমানে ইসলামের সঠিক মূল শিক্ষা গ্রহণ করতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই,ইসলামী রিসার্চ সেন্টার মাদরাসার মাহফিলের আলোচনায়———অধ্যক্ষ মোঃ নুরুল আমিন তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিজয় দিবসে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে ৩ টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমানা আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস রাজবাড়ীতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ১ জন গ্রেপ্তার রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মুদ্রাসহ ১ জন গ্রেফতার বিজয় দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) ইন্তেকাল,শোকপ্রকাশ চুনারুঘাট থেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলার প্রধান আসামি আবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার। জুবায়েরপন্থিদের খোলা চিঠি দিয়ে যে আহ্বান জানাল সাদপন্থিরা

নোবিপ্রবিতে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

 

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘সকলের জন্য নিরাপদ এবং সুরক্ষিত কাজের পরিবেশ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান করে। একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোয় প্রতিদিন হাজারো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিচরণ। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অগ্নি নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে প্রত্যেক হলে ফার্স্ট এইড বক্স, নেবুলাইজার এবং জরুরি কিছু ওষুধ সরবরাহ করা হয়েছে। একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোকেও এ ধরনের সেবার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ বেশকিছু উন্নয়ন পরিকল্পনা নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অগ্নি নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আজকের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করছি, অংশগ্রহণকারীরা অগ্নি দুর্ঘটনাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিজেদের নিরাপদ রেখে সহপাঠী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখার বিষয়ে মৌলিক ধারণা ও প্রশিক্ষণ পাবে।

বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি মেডিকেল সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ৫০জন শিক্ষার্থী ও আবাসিক হলে কর্মরত ২০জন কর্মচারী অংশ নিচ্ছে। কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড। প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তায় রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park