সাব্বির হাসান স্টাফ রিপোর্টার( যশোর):
যশোরের মণিরামপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুর সহ সারা বাংলাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৪ পালিত হয়েছে।
গত সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সামনে মহাসড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দিন, অনুষ্ঠানের শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূর মোহাম্মদ গাজী, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, সমবায় অফিসার তরিকুল ইসলাম, ও সাংবাদিক বৃন্দ ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীগণ সহ সুশীল সমাজের লোক উপস্থিত ছিলেন।