মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
১৪ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে চারটায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং গণফোরাম নেতা আলি নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মশিউর রহমান মশু, অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, সিপিবি’র জেলা সভাপতি আবুল হোসেন, জাসদের একাংশের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, জেএসডির জেলা সেক্রেটারি সুধাংশু শেখর সরকার, শেখ মোসফিকুর রহমান মিল্টন, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি, ফারজানা রুবি মুক্তি, কবি সালেহা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, কবি রুবেল, আব্দুল জব্বার মাস্টার, কন্ঠশিল্পী মোঃ আজিজ, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কবি মনিরুজ্জামান মুন্না, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল হক, সাংবাদিক মফিজুল ইসলাম প্রমুখ।
উদীচী জেলা সংসদের সভাপতি তার বক্তব্যে জানান, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন দেশকে মেধাশুন্য করার হীন প্রক্রিয়ায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় কিন্তু তারা আমাদেরকে দাবায়ে রাখতে পারিনি।
মাগরিবের আজান ও নামাজের পর শহিদ মিনারের বেদীতে ১৪ ডিসেম্বর ১৯৭১ এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শতাধিক মোমবাতি প্রজ্বলন করা হয়।