হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল হোসেন কে গ্রেপ্তার করেছে র্যাব ৯ এর একটি অভিযানিক দল । আবুল হোসেন চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী চিমটিবিল এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে। মামলা তথ্য অনুযায়ী জানা যায় ৪/৭/২৪ ইং বিকেলে ভিকটিম গৃহবধু বাবার বাড়ি থেকে টাকা নিয়ে শশুর বাড়ির উদেশ্য রওনা দিলে পথের মধ্যে ৭ টা ৩০ ঘটিকায় পৌছালে আসামি আবুল হোসেন সহ তার সহযোগিরা দলবদ্ধ ভাবে ওই গৃহবধুকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেয় ও আদালতে লিখিত ধর্ষণ মামলা দায়ের করে উক্ত মামলার পেক্ষিতে র্যাব ৯ এর অভিযানিক দল ১৪ই ডিসেম্বর (রবিবার) আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয় ও বাকি আসামি গণ পলাতক রয়েছে।
গ্রেপ্তারের পর সোমবার (১৬ ই ডিসেম্বর ) চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় ও পরে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম।
স্থানীও সুত্রে জানা যায় ,ধর্ষক আবুল হোসেনের বিরুদ্ধে ৯ জুলাই চুনারুঘাট থানায় একই এলাকার এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি নিজ এলাকা থেকে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে।
এ ছাড়াও আবুলের বিরুদ্ধে রয়েছে অপহরণ, ধর্ষণ, মাদক, চোরাকারবারির অভিযোগ । আবুল হোসেন উপজেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম । তার নামে নিরীহ লোকজনকে মামলা হামলা দিয়ে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।
ও বাকী আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এলাকা বাসী জোর দাবী করে।